ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে র‌্যাবের গুলিতে ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৩ অক্টোবর ২০১৬

টাঙ্গাইলে র‌্যাবের গুলিতে নুরুন নবী (৩৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দরুন সাইট্যা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুন্নবী ও তার দুই সহযোগী সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে ঢাকা যাচ্ছিলেন। গোপন খবরে র‌্যাবের একটি দল মহাসড়কের দরুন সাইট্যা এলাকায় অবস্থান নেয়।

ছিনতাইকারীরা ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব তাদের চ্যালেঞ্জ করে। এসময় র‌্যাবকে লক্ষ্য করে তিনটি গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে নুরুন্নবী নিহত হয়। অপর দুইজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে টাঙ্গাইলসহ বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে।

টগর/এআরএ/পিআর