আত্রাইয়ে শাপলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাইয়ে ডোবা থেকে সাধন আলী (৩৫) নামে এক শাপলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাধন আলী উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাধন আলী শাপলা ব্যবসায়ী ছিলেন। এলাকার বিভিন্ন ডোবা থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সোমবার বিকেলে শাপলা তুলতে যান স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে। সাধন রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। মঙ্গলবার সকালে স্টেশন সংলগ্ন পার্শ্ববর্তী ডোবাতে স্থানীয়রা সাধনের মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, সাধনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আব্বাস আলী/এসএস/পিআর