ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাম পাচ্ছে না শরীয়তপুরের চামড়া ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৪ অক্টোবর ২০১৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বুড়িরহাট ঋষিবাড়ির চামড়া ব্যবসায়ীরা ভালো দাম পাচ্ছেন না। ফলে এ বছর লোকসান হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জানা যায়, ঈদুল আজহায় জেলা থেকে প্রায় আট হাজার চামড়া কেনা হয়। যার মূল্য প্রতি পিস ১ হাজার ৪০০ টাকা করে। এতে আট হাজার চামড়া কিনতে লেগেছে এক কোটি ১২ লাখ টাকা।

ব্যবসায়ীরা জানান, আমরা একটি চামড়া কিনি ১ হাজার ৪০০ টাকা দিয়ে। এরপর যাতায়াত খরচ ও লবণজাত করতে আরো ৩০০ টাকা খরচ হয়। এতে মোট খরচ দাঁড়াচ্ছে ১ হাজার ৭০০ টাকা। কিন্তু কিছু চামড়া নিয়ে লালবাগের ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে গেলে তারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এ বছর চামড়ার দাম কম। আমরা চামড়া যে দামে কিনেছি তার চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে।

Shariatpur

চামড়া ব্যবসায়ী কমল ঋষি বলেন, আমি এ বছর ১০ লাখ টাকার চামড়া কিনেছি। আমি বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে তারপর চামড়া ক্রয় করেছি। কিন্তু আমার চামড়া ব্যবসায় লস হবে। কম দাম দেখে এখন পর্যন্ত চামড়া বিক্রি করতে পারিনি।

চামড়া ব্যবসায়ী বিমল ঋষি বলেন, জেলার ৬টি উপজেলা থেকে চামড়া ক্রয় করতে হয়। নসিমন দিয়ে এনে ভালো পানি দিয়ে চামড়া ধুতে হয়। পরে এক যায়গায় রেখে লবণজাত করে ১৫ দিন পর্যন্ত ঢেকে রাখতে হয়। তারপর ট্রাকে করে ঢাকায় চামড়াগুলো বিক্রি করি। কত কষ্ট করি তারপরও চামড়ায় লোকসান হচ্ছে। চিন্তা করছি আর চামড়ার ব্যবসা করবো না। অন্যকিছু করবো।

ছগির হোসেন/এসএস/এমএস