ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৪ অক্টোবর ২০১৬

`আমরা জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা করছি। যে কোনো সময় ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। ২০০৭ সালে ছাদ খসে পড়ে অজয় সাহা নামে ১ ব্যবসায়ী মারাও গেছেন। সেই সঙ্গে প্রতিদিন কয়েক হাজার ক্রেতা আসছে যাচ্ছে। কারো কোনো নিরাপত্তা নেই। ` এভাবেই নিজেদেরর ঝুঁকির কথা জানান ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার পুরাতন হাট চাদনীর এক চাল ব্যবসায়ী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ পৌরশহরের মধুগঞ্জ বাজারে আশির দশকে এই একতলা বিশিষ্ট  চাদনি হাটটি নির্মাণ করা হয়। এখানে ১৫৩টি খোলা (খোপ) দোকান আছে। এক একটি দোকানে ৪ জন করে ব্যবসায়ী ব্যবসা করে। কেউবা চাল, কেউবা মুদি, কেউবা কাঁচা তরকারি, কেউবা মাছ-মুরগি, মাংসের দোকান দিয়ে। দীর্ঘদিন সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কালীগঞ্জ বাজারের এই হাট। জরুরি ভিত্তিতে এটি সংস্কার অথবা বহুতল ভবন করার দাবি সেখানকার ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, তারা জীবন হাতে নিয়ে পেটের তাগিদে ব্যবসা করছেন।

Jhenidah

হাট চাদনী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মনি বলেন, প্রায় প্রতিদিনই ছাদ খসে-খসে পড়ছে। মাছ ও মুরগি বাজারের টিনের ছাউনি ফুটো হয়ে গেছে। যে কোনো সময় এই চাদনী ভেঙে বড় ধরনের ক্ষয়-ক্ষতি হতে পারে।

তিনি আরো বলেন, আমরা এটি সংস্কার ও বহুতল মার্কেট করার জন্য পৌরসভা ও প্রশাসনের কাছে দাবি করে আসছি। এই বাজারে প্রায় ৮১৫ জন ব্যবসায়ী ব্যবসা করে। কালীগঞ্জ পুরাতন চাদনী মার্কেটটি অগ্রাধিকার ভিত্তিতে ভেঙে নতুন করে বহুতল মার্কেট করার দাবি জানান তিনি।

কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী জানান, পুরাতন হাট চাদনী সত্যিই জনাকীর্ণ ও ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের ক্ষয়-ক্ষতি হতে পারে। আমি ক্ষমতায় আসার পর এটি বড় ও বহুতল মার্কেট করার জন্য বিভিন্ন দফতরে যোগাযোগ করেছি। আমরা বড় ধরনের সরকারি বরাদ্দ পেলেই এটি নির্মাণের উদ্যোগ নেব।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস