ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

খাগড়াছড়ির রামগড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকাইয়া কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, রামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনী পাড়ার বাসিন্দা ও চা দোকানদার আবুল হাশেমের মেয়ে আকলিম সুলতানা (৮) ও মোহাম্মদ ইউনুছের মেয়ে নাদিয়া ফেরদৌস আফরিন (৭)।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস