ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া নিউ মার্কেটে ভয়াবহ আগুন

প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বিপনিবিতান হিসেবে পরিচিত বগুড়া নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমা‌নিক ১০ কো‌টি টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। মঙ্গলবার গভীর রাতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আগুনে সম্পূর্ণ এবং আংশিকভাবে পুড়ে গেছে মার্কেটের কমপক্ষে ১৩টি দোকান। শেষ খবর পাওয়া পর্যন্ত আশেপাশের জেলা ও উপজেলার বেশ কয়েকটি ফায়ার সাভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের একটি দায়িত্বশীর সূত্রে জানা গেছে, আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে উপলক্ষ করে মঙ্গলবার গভীর রাতেও মার্কেটে বেচাকেনা চলছিল। বিশেষ করে শাড়ির কাপড়ের দোকানে ছিল ভিড়। রাত সা‌ড়ে ১১টার দিকে হঠাৎ করেই মার্কেটের অভ্যন্তরে অভিজাত একটি কাপড়ের দোকানে আগুন লাগে।

নিমিষেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুন নিচতলা থেকে পর্যায়ক্রমে মার্কেটের তৃতীয় তলায় পৌঁছায়। এতে দোকানি ও কেনাকাটা করতে আসা মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মরক্ষায় ছোটাছুটি করতে গিয়ে নারী-শিশু ও ফায়ার সার্ভিসের কর্মীসহ কমপক্ষে ২০ জন আহত হন।

ঘটনার পরপরই বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থলে যান। পরে তার নির্দেশে সিনিয়র এএসপি (এ সার্কেল) মশিউর রহমান ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেনের নেতৃৃতে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) মার্কেটটি ঘি‌রে ফেলে এবং চারপাশ থেকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তো‌লে।

শেষ খবর পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপরি নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লিমন বাসার/বিএ