ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে নৌকাসহ ৪ জেলে অপহরণ

প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৫ অক্টোবর ২০১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চালতেবাড়ি এলাকা থেকে দুটি নৌকাসহ চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু নোয়ামিয়া বাহিনী। দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে মঙ্গলবার রাতে এদের অপহরণ করা হয়।


দস্যুদের কবল থেকে ফিরে আসা জেলে মুন্সিগঞ্জ এলাকার মৃত মোহাম্মাদের ছেলে জুলফিকার মল্লিক আলী জানান, দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদের অপরহণ করা হয়েছে। টাকা না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে তিনি অপহৃত চার জেলের নাম পরিচয় জানাতে পারেননি।

এ ব্যাপারে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি এখনো কেউ অবহিত করেনি।

আকরামুল ইসলাম/এফএ/পিআর