ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৫ অক্টোবর ২০১৬

বগুড়ায় যাত্রীবাহী দুটি কোচের মুখোমুখি সংঘর্ষে ৬ নারী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের অদূরে শংকরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ এর অধীনে রয়েছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতদের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের ফজলুল করিম স্ত্রী সৈয়দা মোনায়ারা (৬৭), বগুড়ার গাবতলী উপজেলার কাগইল সুলতানপুর গ্রামের নইমদ্দিনের স্ত্রী জুলেখা, তার মেয়ে ডলি (৩৫) ও দিনাজপুরের রামসাগর এলাকার লতিফুর রহমান এর মেয়ে নীলার নাম জানা গেছে। বাকি দুইজনের পরিচয় উদ্ধারে পুলিশ কাজ করছে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭ বছরের অজ্ঞাত এক শিশু ও দিনাজপুর মেডিকেল কলেজ এর শিক্ষার্থী উম্মে ছালমা টুনটুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
 
দুর্ঘটনার পর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় কবলিত বাস দুটি উদ্ধারসহ আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাড়ি পুলিশের ইনচার্জ শাহ আলম জানান, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ নারী যাত্রী নিহত হয়েছেন। মৃতর সংখ্যা বাড়তে পারে।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, বাস দুটি আটক করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

লিমন বাসার/এফএ/এমএস