ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাকুন্দিয়ায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৫ অক্টোবর ২০১৬

পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তৃণমূলের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী মোতাহার হোসেন স্বপনকে দলীয় মনোনয়ন না দেয়ায় পাকুন্দিয়া পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের একাংশ এ হরতাল ডাকে।

হরতালে কার্যত অচল হয়ে পড়েছে পৌর এলাকা। সকাল থেকে উপজেলা সদরে দোকানপাট বন্ধ রয়েছে। শত শত বিক্ষুদ্ধ হরতালকারী রাস্তায় পিকেটিং করছে। তারা উপজেলা পরিষদের সামনের রাস্তায় টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ করে।

এদিকে, হরতালের ফলে পাকুন্দিয়া হয়ে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কেও বন্ধ রয়েছে দূর পাল্লার যানচলাচল।

দুপুরে হরতালের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এর আগে প্রতিবাদ সভায় আওয়ামী লীগের নেতারা বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে লাগাতার হরতালের মতো কঠোর কর্মসূচি নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৬ অক্টোবর মনোয়নপত্র দাখিল, ৮ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই ও ১৫ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

এ নির্বাচনে মেয়র পদে তৃণমূলের ভোটের মাধ্যমে প্রার্থী হিসেবে মোতাহার হোসেন স্বপনকে নির্বাচন করে কেন্দ্রে তার নাম পাঠানো হয়। তবে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি তাকে বাদ দিয়ে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মিসবাহ উদ্দিনকে মেয়র হিসেবে দলীয় মনোনয়ন দেয়। এ ঘটনার প্রতিবাদে হরতাল ডাকে আওয়ামী লীগের একাংশ।

নূর মোহাম্মদ/এফএ/এমএস