ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সলঙ্গায় বাসচাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৪:৩১ এএম, ০৬ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে টহলরত পুলিশ মরদেহটি পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করে জানায়, রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই ব্যক্তির বাসচাপায় মৃত্যু হয়। বাস তার মাথার উপর দিয়ে উঠে যাওয়ায় তাকে চেনা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এসএস/আরআইপি