ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী নিহত, স্ত্রী আহত

প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৬ অক্টোবর ২০১৬

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজার রহমান (৫৫) নামে একজন নিহত এবং তার স্ত্রী মাসুদা বেগম (৪৫) আহত হয়েছেন।

নিহত মাহফুজার রহমান জামালপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে মাহফুজার রহমান তার মুরগির খামারে কাজ করতে গেলে খামারের ভিতরে ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধারের জন্য স্ত্রী মাসুদা বেগম এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসকরা মাহফুজার রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত মাসুদা বেগম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীনন বলে ওসি জানান।

রাশেদুজ্জামান/এফএ/পিআর