টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ আটক ৪
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে আটক হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ইয়াবাসহ বেসরকারি সংস্থা এসিএফ-এর একজন চিকিৎসককে আটক করেছে ডিবি পুলিশ। অপর সাত হাজার ইয়াবা ও প্রিমিয়ার সিমেন্টের কাভার্ডভ্যানসহ চারজনকে আটক করে টেকনাফ থানা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন, শনিবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ বিদেশী সংস্থা এসিএফ-এ কর্মরত চিকিৎসক দেবাশীষ রঞ্জনকে (৪০) আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে হোয়াইক্যাংয়ে পুলিশ প্রিমিয়ার সিমেন্টের গাড়ীতে অভিযান চালিয়ে সাত হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করে। এসময় কক্সবাজারগামী (ঢাকা মেট্টো ১১-২৩৪৩) প্রিমিয়ার সিমেন্টের কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।
এ ঘটনায় আটকরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে মো. সোহাগ (৩০), ভোলা জেলার আলীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে জাফর ইকবাল (৩০) ও একই জেলার চরগাজী গ্রামের রজব আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (৩২)। এ ব্যাপারেও মামলা হয়েছে বলে জানান তিনি।
বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান