জয়পুরহাটে ভারতীয় শাড়ি ও থ্রিপিস আটক
জয়পুরহাট জেলার চেঁচরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (২০-বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সীমান্তের বিভিন্ন স্থান থেকে এসব মালামাল আটক করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চোরাকারবারীরা অবৈধ পথে ভারতীয় মালামাল নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা চারশ’ পিস শাড়ি এবং ৭০টি থ্রিপিস আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। বিজিবিদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।
রাশেদুজ্জামান/এএম/এবিএস