৮ দিনের ছুটির কবলে পড়ছে ভোমরা স্থলবন্দর
ফাইল ছবি
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিনের ছুটির কবলে পড়ছে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দর। বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ হয়েছে বন্দরের সকল আমদানি-রফতানি কার্যক্রম।
ভারতীয় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিমল রায় স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, দুর্গোৎসব উপলক্ষে আগামী ৮ অক্টোবর শনিবার থেকে ১৩ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে সকল আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জাগো নিউজকে জানান, ৮-১৩ অক্টোবর বন্দরের সব আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ অক্টোবর শুক্রবার হওয়ায় আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে। সব মিলিয়ে টানা ৮ দিন বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর