কুড়িগ্রামে ৬ ইউনিয়নে ৩৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদ পড়া কুড়িগ্রামের দুই উপজেলা ফুলবাড়ি ও ভূরুঙ্গামারীর ৬টি ইউনিয়নের ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ৬ ইউনিয়নে ৩৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৩১ অক্টোবর এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলার ৩টি ইউপি হচ্ছে, ফুলবাড়ি সদর, কাশিপুর ও ভাঙ্গামোড় এবং ভূরুঙ্গামারী উপজেলার ৩টি ই্উপি ভূরুঙ্গামারী সদর, শিলখুড়ি এবং পাথরডুবি ইউপি।
ফুলবাড়ির ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র ১৪ প্রার্থী, সাধারণ আসনে ১১৫ জন এবং সংরক্ষিত আসনে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভূরুঙ্গামারী উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৯ এবং সাধারণ সদস্য পদে ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া থেকে সাধারণ আসনে তিনজন ও সংরক্ষিত আসনে দুইজন প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফুলবাড়ির ৩ ইউপিতে মোট ভোটার সংখ্যা ৭১হাজার ৩৬৯ জন। এর মধ্যে ফুলবাড়ি সদরে ২৫ হাজার ৮৮৯ জন, কাশিপুরে ২৩ হাজার ৯৮৯ জন, ভাঙ্গামোড়ে ২১ হাজার ৪৯১ জন এবং ভূরুঙ্গামারী ৩ ইউপিতে মোট ভোটার ৬৩ হাজার ৪২৩ জন।
ভূরুঙ্গামারী সদরে ৩০ হাজার ৮৬ জন, শিলখুড়িতে ১৬ হাজার ৪২১জন এবং পাথরডুবিতে ১৬ হাজার ৯১৬ জন। দেশের সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল ফুলবাড়ির দাশিয়ার ছড়ার ভোটার সংখ্যা ২ হাজার ৫৬২ জন এবং ভূরুঙ্গামারীর ১০টি ছিটমহলের ভোটার হলো ২৯২জন।
আগামী ৩১ অক্টোবর ভোটের দিন ঘোষণা হওয়ায় বৃহস্পতিবার বিভিন্ন দলের প্রার্থীগণ উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন কমিশন সূত্র এসব বিষয় নিশ্চিত করেছেন।
জাহিদুল ইসলাম/ এএমপিআর