নাটোরে ট্রাক চাপায় পল্লী চিকিৎসকের মৃত্যু
নাটোরের লালপুরে পণ্য বোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহি নুরুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের মৃত বাশির মন্ডলের ছেলে ও স্থানীয় পল্লী চিকিৎসক।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া বাজার থেকে সাইকেল যোগে বাড়িতে ফিরছিল নুরুল ইসলাম। পথে রামকৃষ্ণপুর বাজারের সামনে মাল বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমএএস/আরআই