ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:০৩ পিএম, ০৬ অক্টোবর ২০১৬

দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্ধারিত কেজি প্রতি ১০ টাকা দরে চালের কার্ড ও চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি সদস্য আব্দুল খালেককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভারাহুত নয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল খালেক আওলাই ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি।

উপজেলা নির্বাহী অফিসার নূর উদ্দিন আল ফারুখ ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দরিদ্র জনসাধারণের জন্য কেজি প্রতি ১০ টাকার চাল বিতরণের জন্য ইউপি মেম্বার আব্দুল খালেক একটি তালিকা চূড়ান্ত করেছিলেন। ওই তালিকা অনুযায়ী তিনি চাল গ্রহণের কার্ডও বিতরণ করেন।

কিন্তু কার্ডধারীদের মধ্যে অনেক স্বাবলম্বী ও সম্পদশালী এমনকি নাশকতা মামলার আসামিও স্থান পায়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ গেলে তদন্তে ইউপি মেম্বারের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি ধরা পড়ে। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

রাশেদুজ্জামান/বিএ