ছাত্রীকে হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত এলাকার ব্রাহ্মণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানির অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদকে (৪২) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ওই ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বিকেলে জরুরি বৈঠকে শিক্ষক আবু সাইদকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান শেখ বলেন, বৃহস্পতিবার স্কুলে প্রাক-নির্বাচনী পরীক্ষা চলার সময় অভিযুক্ত শিক্ষক শ্রেণিকক্ষের মধ্যে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই ছাত্রীর প্রশ্নপত্রের ওপর শিক্ষক তার নিজের মোবাইল ফোন নম্বর লিখে দিয়ে যোগাযোগ করতে বলেন এবং যোগাযোগ করা না হলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান তিনি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. সেলিম শেখ বলেন, শনিবার ওই শিক্ষককে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযুক্ত সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক আবু সাইদ সন্ধ্যায় মোবাইলে বলেন, প্রাক-নির্বাচনী পরীক্ষার হলে এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কি না, তা-ও জানি না।
তরুন/এফএ/পিআর