রোগী রেখে মোবাইলে গেম খেললেন ডাক্তার
জরুরি রোগী বসিয়ে রেখে মোবাইলে গেম খেললেন সরকারি হাসপাতালের এক ডাক্তার। শুক্রবার এমনই এক ঘটনা ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। আর এ ঘটনার শিকার হয়েছেন এক সাংবাদিক দম্পতি। মোবাইলে গেম খেলার অভিযোগ উঠা ওই ডাক্তারের নাম সিনাই শিখা।
এসময় রোগীর এক অভিভাবকরা এর প্রতিবাদ জানালে ডাক্তার তাদের হাসপাতাল থেকে বের হয়ে যাবার নির্দেশ দেন। এসময় ডাক্তারের লোকজন সেখানে উপস্থিত হয়ে রোগীর অভিভাবককে অকথ্যভাষায় গালাগালি করেন এব প্রাণনাশের হুমকি দেন। এরপর তাদের আধাঘণ্টা সেখানে আটকে রাখেন। পরে খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে।
এ ঘটনার শিকার সাংবাদিক টিটু অভিযোগ করে বলেন, শুক্রবার আমার স্ত্রী রওশনের শ্বাসকষ্ট শুরু হলে রাত সাড়ে ৮টার দিকে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সিনাই শিখা তখন মোবাইলে গেম খেলছিলেন। এসময় আমি ডাক্তারকে রোগী দেখার অনুরোধ করলে তিনি একটু পর দেখবেন বলে জানান। এবং গেম খেলতে খেলতেই তিনি বলেন, রোগীর কিছুই হয়নি। সহযোগীরা এলে তাকে অক্সিজেন দেয়া হবে। এভাবে প্রায় আধাঘণ্টা পার হলেও তিনি রোগীকে দেখেননি। এসময় আমার স্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে গেলে ডাক্তারের সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ডাক্তারের লোকেরা সেখানে উপস্থিত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে সেখানে আটকে রাখে। এসময় আমরা হাসপাতাল থেকে অন্য ক্লিনিকে যেতে চাইলেও যেতে দেয়া হয়নি।
পরে মোবাইল ফোনে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে তারা এবং মহাদেবপুর থানা পুলিশের ওসি (তদন্ত) নাজমুল হক ও এসআই ইকবাল পাশা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের উদ্ধার করেন।
এ ব্যাপারে নওগাঁ সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানতে চাইলে সিভিল সার্জন মোজাহার হোসেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ