ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়েছে স্বামী

প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৭ অক্টোবর ২০১৬

খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে স্ত্রীর মরদেহ রেখে পালিয়েছে ঘাতক স্বামীসহ দুই যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞান অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসে তিন যুবক। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীকে মৃত ঘোষণা করেন। কিন্তু নারীর মৃত্যুর কথা জানতে পেরে হাসাপাতালে মরদেহ রেখে কৌশলে পালিয়ে যান তিন যুবক।

পরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর ভাই মো. রবিউল হক হাসপাতালে এসে মরদেহটি শনাক্ত করেন।

তিনি জানান, ২০০৭ সালে রামগড় পৌরসভার মহামুনী এলাকার সাইদুল হকের (বড় মিয়ার) ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় বগানটিলার আবু তাহারের মেয়ে রহিমা আক্তারের। আখি ও আয়েশা নামে তাদের দুই মেয়ে রয়েছে। আনোয়ার হোসেন রামগড় পৌর এলাকায় টমটম চালান।

নিহতের বাবা আবু তাহের বলেন, শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। গতকালও তার মেয়েকে নির্যাতন করা হয়েছে বলে মেয়ে জানিয়েছিলো। বর্তমানে বাড়ি তালাবদ্ধ করে দুই নাতনিকে নিয়ে সবাই পালিয়ে গেছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো. হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি থানায় নেয়া হয়েছে। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর