ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্রোত থামাতে বাঁশের ব্যারিকেড

প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৮ অক্টোবর ২০১৬

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও ব্রিজের পশ্চিম পাশের সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বুধবার বিকেলে রাস্তাটি নদীগর্ভে চলে যায়। পাঁচদিন পার হলেও সরকারিভাবে সড়কটির মেরামতের কোনো ব্যবস্থা না নেয়ায় বাঁশের ব্যারিকেড দিয়ে স্রোত থামানো হচ্ছে।

মো. হুমায়ুন কবির রেজা, নেছার মোল্যা, শহিদুল ইসলাম মুন্সী, ছাদ্দাম হোসেন, রুবেল বেপারী, মানিক বেপারী, হিমেল হোসেন ও শাহজাহান সরদার নামে এলাকাবাসী বলেন, পাঁচদিন যাবত রাস্তাটি ভেঙে পড়ে আছে। সরকারিভাবে রাস্তাটির মেরামতের এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ১০কিলোমিটার পথ ঘুরে শরীয়তপুর শহরে যেতে হয়। সরকারের কাছে আমাদের দাবি, অতিদ্রুত ভেঙে যাওয়া সড়কটি মেরামত করা হোক।

Sariatpur

তুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, পাঁচদিন যাবত সড়কটি ভেঙে পড়ে আছে। কেউ কোনো মেরামতের ব্যবস্থা নিচ্ছে না। নদীতে অনেক স্রোত তাই বাঁশের ব্যারিকেড দিচ্ছি। যাতে সড়কটি আর নদীগর্ভে না যায়।

Sariatpur

তিনি আরো জানান, ভেঙে যাওয়া সড়কের পাশে আড়িগাঁও বাজার নামে একটি ব্রিজ রয়েছে। সড়কটি দ্রুত মেরামত করা না হলে যে কোনো সময় ধসে পড়তে পারে ব্রিজটি।

ছগির হোসেন/এসএস/এমএস