জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে আদিবাসী নারীর মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাট সদর উপজেলার তেঘর শেখপাড়া গ্রামে ঘরের দেয়ালে মাটি দিয়ে প্রলেপ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামলী পাহান (৩০) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
শ্যামলী একই উপজেলার তেঘর শেখপাড়া গ্রামের খিতিশ পাহানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী ঘরের দেয়াল ও মেঝেতে মাটি দিয়ে প্রলেপ দিচ্ছিলেন। আকস্মিকভাবে বিদ্যুতের তার ছিঁড়ে মাটির দেয়াল বিদ্যুতায়িত হলে শ্যামলী তা বুঝতে না পেরে সেই দেয়ালে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
রাশেদুজ্জামান/এসএস/এমএস