কিশোরগঞ্জে সংঘর্ষে দুই ভাই নিহত
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার সন্ধ্যায় বৌলাই ইউনিয়নের পূর্ব বরাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরাটি গ্রামের কাছুম আলীর দুই ছেলে আব্দুল মালিক (৫০) ও আবু সিদ্দিক (৪৫)
পুলিশ জানায়, বরাটি গ্রামের লতিব মেম্বারের সঙ্গে একই এলাকার এমদাদের লোকজনের পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৭ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মালিক ও আবু সিদ্দিককে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতদের কিশোরগঞ্জ জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিশোরগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার রাবিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নূর মোহাম্মদ/এএফ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান