ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না’

প্রকাশিত: ০৩:২০ এএম, ১০ অক্টোবর ২০১৬

শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার এমএলএসএস (পিয়ন পোস্টে) মো. নিজাম বেপারী সকলের সেবা করলেও আজ নিজে অসুস্থ। দীর্ঘ কয়েক বছর যাবত তিনি কিডনি রোগে আক্রান্ত।

নিজের চিকিৎসার জন্য সঞ্চিত অর্থ ও স্থাবর সম্পত্তি বিক্রি করে এখন নিঃস্ব হয়ে বসে আছেন। সামান্য বেতন সন্তানদের পড়াশুনা, সংসার খরচ পরিচালনা করা এবং নিজের চিকিৎসা খরচ চালানো সম্ভব হচ্ছে না।

মো. নিজাম বেপারী জানান, ২০১৩ সালে হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা হ্যাপি হাসপাতাল অ্যান্ড ডায়াগস্টিক সেন্টারের চিকিৎসা করালে তারা আমাকে এ্যালার্জি জনিত চিকিৎসা দেন। কিন্তু দীর্ঘদিনেও রোগের উপশম না হয়ে সমস্যা বৃদ্ধি পাওয়ায় ২০১৬ সালে ঢাকা শ্যামলী কিডনি হাসপাতালে পেটের ব্যথা জনিত চিকিৎসার জন্য গেলে বিভিন্ন পরীক্ষা করে চিকিৎসক আমাকে দু’টি কিডনিতে সমস্যা হয়েছে বলে জানান।

এরপর থেকে নিয়মিত চিকিৎসা করাতে গিয়ে বর্তমানে আমি নিঃস্ব। ভাই অর্থের অভাবে এখন আর পারছিনা চিকিৎসা করাতে। আমার এখন ঘরে বসে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই।

তিনি আরো জানান, জেলা ক্রীড়া সংস্থা বরাবর অনেকবার সাহায্যের আবেদন করেও কোনো সাহায্য পাইনি।

নিজাম বেপারীর স্ত্রী নূরজাহান বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ শরীয়তপুরের খেলোয়াড়দের সেবা করেছে। আজ সে অসুস্থ । সঞ্চিত অর্থ ও জমিজমা বিক্রি করে নিঃস্ব। তার চিকিৎসার সাহায্যে বিত্তবানরা এগিয়ে এলে আমার স্বামীর চিকিৎসা করাতে পারতাম। অর্থের অভাবে আমার ছেলের লেখাপড়া বন্ধ হতে চলেছে। তাই দয়া করে আমার স্বামীর জীবন বাঁচাতে আপনাদের সাহায্য কামনা করছি।

শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মাদবর বলেন, নিজাম বেপারীকে সাহায্যের জন্য দেশের বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কাছে আবেদন জানিয়েছি। আমরা নিজেরাও সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছি।

নিজাম ব্যাপারীকে সাহায্য করতে চাইলে আইএফআইসি ব্যাংক, শরীয়তপুর শাখা, সঞ্চয়ী হিসাব নং ১০৯২৬৮৬৪৭৭০৩১ অথবা মো. নিজাম বেপারী, বাসা/হল্ডিং নং ১৫৩, গ্রাম+পোস্ট: ধানুকা, শরীয়তপুর সদর পৌরসভা, শরীয়তপুর এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

ছগির হোসেন/এসএস/এবিএস