ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ৪ দোকানে ডাকাতি

প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১০ অক্টোবর ২০১৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাংলাবাজারে ৪টি দোকানে ডাকাতি হয়েছে। রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার রাতে দোকানের তালা ভেঙে তিনটি স্বর্ণের দোকান ও একটি মোবাইল ফোনের দোকানে ডাকাতি হয়। এতে ৪০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা এবং বাদল খানের মোবাইল দোকান থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে যান ডাকাতরা।

সেবু দাশ জানান, রোববার রাত ১১ টায় দোকানের ঝাপ বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে বাজারে এসে দোকানের কাছে গেয়ে দেখি দোকানের তালা ভাঙা। দোকানের ভেতর গিয়ে দেখি আমার সিন্ধুকে রাখা ৩০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা নেই।

বাংলাবাজারের ব্যবসায়ীরা জানান, রোববার রাত একটার পর ডাকাতি হয়েছে। কারণ বাজারের ব্যবসায়ীরা দোকান থেকে যেতে যেতে ১টা বাজে। আমাদের বাজারে কখনো ডাকাতি হয়নি। এই প্রথম ডাকাতি হলো। আমরা এ ব্যাপারে থানায় মামলা করবো।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ডাকাতের ঘটনাটি আমি শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি। আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা নিচ্ছি।

ছগির হোসেন/এসএস/এবিএস