ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১০ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নারীদের পদায়ন দিয়ে পুরুষের সঙ্গে নারীদের সমমর্যাদায় প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ২০১৫-১৬ অর্থ-বছরে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস লায়রা নার্গিস ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ১১০টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ৫ জন দুঃস্থ প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

এআরএ/আরআইপি