ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে বিশেষ অভিযানে আটক ১৯

প্রকাশিত: ০৫:০৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত-শিবিরের তিন কর্মীসহ  ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি কর্মী দাউদ মোল্লা, জামায়াত কর্মী অহিদুজ্জামান ও নজির মোল্লা নামে লাহুড়িয়া ইউনিয়নের শিবিরের প্রচার সম্পাদক রয়েছে। বাকিদের বিভিন্ন মামলা ও অভিযোগে আটক করা হয়েছে। নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নড়াইল  সদর থানা থেকে ছয়জন, লোহাগড়ায় পাঁচ, কালিয়ায় চার ও নড়াগাতি থেকে চারজনকে আটক করা হয়েছে।

এআরএস/এমএস