ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিহত ৭ জঙ্গির একজন জয়পুরহাটের আমিমুল

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ অক্টোবর ২০১৬

গাজীপুরের নোয়াগাঁও পাতারটেকে পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির মধ্যে আরো একজনের পরিচয় নিশ্চিত করেছে জয়পুরহাটের কালাই থানা পুলিশ। নিহত ওই জঙ্গির নাম আমিমুল এহসান অপু (২১)। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামের আব্দুল গাফ্ফার মন্ডলের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আমিমুল গত বছরের ৪ অক্টোবর বগুড়ার পলিটেকনিক্যালে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিঁখোজের পরে গত ৬ অক্টোবর তার বাবা কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তার বড় ভাই আতাউর রহমান মোবাইল ফোনে জানান, কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় তার ছোট ভাই আমিমুল নিহতের খবর জানান।

তিনি বলেন, ছোট ভাই আমিমুল নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশ তার বাবাকে ডেকে ছোট ছেলে নিখোঁজ অপু সম্পর্কে নানা জিজ্ঞাসাবাদ করেন।

এরপর থেকে তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। দুশ্চিন্তার কারণে মাস দুয়েক আগে তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। মা তাহেরা বেগম একজন গৃহিনী।

তিনি আরো বলেন, আমিমুলের চলাফেরায় পরিবারের সন্দেহ ছিল। তবে এভাবে যে সে জঙ্গি কানেকশনে জড়িয়ে পড়বে তা ভাবতে পারিনি।

কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ফোনে খবর পেয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর ও টাঙ্গাইল থানার ওসির সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। পরে তিনি আমিমুলের বড় ভাই আতাউর রহমানকে ফোনে খবরটি জানিয়েছেন।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি