উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব দেখে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বর্তমান সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে সারাদেশের পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উদযাপন দেখে আমি মুগ্ধ।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স ও প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার নিজ বাড়ি মির্জাপুর সাহাপাড়া গ্রামে শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, দানবীর রনদা প্রসাদ সাহা ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক এবং মানবকল্যাণে তিনি কাজ করে গেছেন। তার সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং স্কুল অ্যান্ড কলেজ এবং ভারতেশ্বরী হোমস তার অনন্য দৃষ্টান্ত। যেখানে দেশের নারী সমাজ শিক্ষা লাভ করছে। এখানকার ছাত্রীদের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, নিয়ম-শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান দেখে আমি আরো মুগ্ধ হয়েছি।
এসময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব মি. রাজেস উইবিং, মি. রঞ্জন মন্ডল এ্যাটাশে, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ, কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি