বগুড়ায় কোচ চাপায় ব্যবসায়ী নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুরতলায় মহাসড়কে কোচের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার পাকুরতলায় বগুড়া-রংপুর মহাসড়ক পারাপারের সময় ব্যবসায়ী শাজাহান (৫৫) রংপুরগামী যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট হেয় মারা যান। নিহত শাজাহান শিবগঞ্জ উপজেলার দেওলি ইউনিয়নের রহবল চন্দ্রপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শিবগঞ্জ থানা পুলিশের ওসি আহসান হাবিব দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএএস/আরআই