কুড়িগ্রামে দিন দুপুরে ১৫ লাখ টাকা ছিনতাই
কুড়িগ্রাম নাগেশ্বরীতে দিন দুপুরে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সন্তোষপুর-নাগেশ্বরী সড়কের সাতভাই মোড়ে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুপুরে ব্যবসায়ী নুর আমিন বাদী হয়ে দুর্বৃত্ত রাকিবুল হাসান রকিসহ অজ্ঞাত দুইজনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গরু ব্যবসায়ী নুর আমিন ১৪ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মোটর সাইকেলযোগে নাগেশ্বরী হাটে যাচ্ছিলেন।
সন্তোষপুর-নাগেশ্বরী সড়কের সাতভাই মোড় এলাকায় পৌঁছালে একটি কালো রঙয়ের মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত নুর আমিনের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা হেলমেট দিয়ে ব্যবসায়ী নুর আমিনের মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যান তিনি। এ সুযোগে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল ইসলাম বলেন, তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে।
নাজমুল হাসান/এএম/এবিএস