খাগড়াছড়িতে ভূমি কমিশন ঘেরাও
পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল ও বান্দরবানের বাঙালি নেতা মো. আতিকুর রহমান আতিকের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় আন্দোলনরত পাঁচ বাঙালি সংগঠনের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) প্রধান কার্যালয় ঘেরাও করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে আন্দোলনকারীরা খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলসহ কমিশন কার্যালয় ঘেরাও করে।
বিক্ষোভ মিছিল নিয়ে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা কমিশন কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে প্রধান ফটকেই তাদের আটকে দেয় পুলিশ। পরে পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ করে বিক্ষুব্ধ নেততাকর্মীরা।
একপেশে ভূমি কমিশন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমন ঘোষণা দিয়ে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সসম্পাদক মো. আসাদ উল্লাহ আসাদ বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে ছিনিমিনি খেলা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পিবিসিপির কেন্দ্রীয় জ্যৈষ্ঠ সহ-সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল মজিদ বলেন, তড়িঘড়ি করে পার্বত্য ভূমি কমিশন আইন পাস করার মধ্যে দুরভিসন্ধি ছিল। এতে শুধু পার্বত্য এলাকার বাঙালিরাই বসতভিটা হারাবে না পাশাপাশি পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল ও আতিকুর রহমান আতিকের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার ও রোববার ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় পাঁচ বাঙালি সংগঠন।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর