সাতক্ষীরায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় বৃহস্পতিবার দিনব্যাপি অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সীমান্তের বাকাল, ঝাউডাংগা, কাকডাংগা, মাদরা ও তলুইগাছা সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সামছুল আলম এ তথ্য জানান। তিনি জানান, জব্দকৃত এসব মালামালের মূল্য ১৪ লাখ ৫৪ হাজার ৩৮০ টাকা।
জব্দকৃত মালামালসমূহের মধ্যে রয়েছে দুই বোতল মদ, ১৫১ বোতল ফেনসিডিল, ১৪১০ কেজি লবণ, ৬০ কেজি পলিথিন, একটি বাই সাইকেল, ২০টি শাড়ি, ৫০টি শিশুদের পোশাক, ১৫ হাজার যৌন উত্তেজক অনাগ্রা ট্যাবলেট, ৫০০টি ইনজেকশন, ১৫ হাজার বিভিন্ন প্রকার ট্যাবলেট, ৪৯০টি ছিটকিনি, ২৪১ কেজি চা পাতা, ৮০টি হরলিক্স।
এসব মালামাল সাতক্ষীরা কাস্টসমে জমা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আকরামুল ইসলাম/বিএ