বাল্যবিয়ে দেয়ায় ইউপি সদস্যের কারাদণ্ড
প্রতীকী ছবি
দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে মো. আফজাল হোসেন (৪৩) নামে এক ইউপি সদস্যকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মেম্বার আফজাল বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম গ্রামের মৃত কছিমুদ্দিন ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের ইউপি সদস্য।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান জানান, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের সেল চন্দ্র রায়ের মেয়ে ও নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে চন্দ্র রায়ের (১৯) বিয়ের প্রস্তুতি চলছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে সবাই পালিয়ে যায়। কিন্তু মেম্বার আফজাল হোসেনকে আটক করে খানসামা থানা পুলিশ।
খানসামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সঙ্গীয় ফোর্সসহ ভেড়ভেড়ী গ্রামে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে আটক করা হয়।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর