ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবাবগঞ্জে ট্রাক উল্টে দুই মাছ ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৪ অক্টোবর ২০১৬

দিনাজপুর-ঢাকা মহাসড়কের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক উল্টে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

শুক্রবার ভোর ৪টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মহিতারা পরানদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ইদনা উপজেলার আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩০) ও একই এলাকার তাজু মিয়ার ছেলে শাহাজাহান (২৫)। এ ঘটনায় আহতরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় যুবক আনিসুর রহমান জানান, ৭-৮ দিন আগে কিশোরগঞ্জ জেলা থেকে ২০ জন মাছ ব্যবসায়ী ইলিশ বিক্রির জন্য ঠাকুরগাঁও জেলায় যান। বর্তমানে ইলিশ ধরা বন্ধ থাকায় তারা ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন। ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও শাহাজাহান মারা যান।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর