ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিষপানে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ১৪ অক্টোবর ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলায় ছেলে হাসানুর রহমানকে (৩) বিষপান করিয়ে হত্যার পর মা ময়না বেগম (২৪) আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে উপজেলার মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শহিদুল মোড়লের স্ত্রী ময়না বেগম ও ছেলে হাসানুর রহমান।

স্থানীয়রা জানায়, রাতে শহিদুল মোড়ল পার্শ্ববর্তী বালিয়া গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তারা রাতেই মুড়াগাছা ফিরে আসেন। রাতে ময়না বেগম ছেলে হাসানুরকে বিষ মেশানো দুধ খাইয়ে দিয়ে নিজেও বিষপান করেন। এতে মা-ছেলে উভয়ের মৃত্যু হয়।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া জানান, মা ও ছেলের মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস