বিনা-প্রতিদ্বন্দ্বিতায় আবারো নির্বাচিত আ.লীগের আফসার
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আফসার উদ্দিন সরকার আবারো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার তাকে নির্বাচিত ঘোষণা করেন।
চলতি বছর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনেও আফসার উদ্দিন সরকার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তবে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় ও জমাদানে বাধা দেয়ার অভিযোগে ওই ইউনিয়নের নির্বাচন স্থাগিত করে কমিশন।
নির্বাচন কমিশনের পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভোট হবে স্থগিত হওয়ায় সদর উপজেলার জাগীর ইউনিয়নেও।
বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি