ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ রাকিবুল ইসলাম (২০) ও সাদ্দাম হোসেন (২১) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে তাদের আটক করা হয়। আটক রাকিবুল জেলার বিজয়নগর উপজেলার শাতিলপাড়া এলাকার হাজি সুন্দর আলীর ছেলে ও সাদ্দাম হোসেন একই এলাকার মাজু মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বিজয়নগর থেকে মাদক নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় যাচ্ছ- এমন সংবাদের ভিত্তিতে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকায় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদকবহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন।

আজিজুল সঞ্চয়/এএম