ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা কারাগারে আরিফের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

প্রকাশিত: ০৭:১৬ এএম, ১৬ অক্টোবর ২০১৬

রোববার খুলনা জেলা কারাগারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি কার্যকর হবে।

এ উপলক্ষে রোববার দুপুরে আরিফের স্ত্রীসহ পরিবারের ১২ জন সদস্য কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেছে।

এদিকে, ফাঁসিকে কেন্দ্র করে খুলনা কারাগার কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কারাগারের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

খুলনা কারাগারের জেলার ফরহাদ জানান, দুপুর ১২টার দিকে আরিফের স্ত্রী ও দুই মেয়ে, বোনসহ ১২ সদস্য শেষ দেখা করতে আসে। তিনি বলেন, আজ রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকর হবে।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি

আরও পড়ুন