ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৬ অক্টোবর ২০১৬

বগুড়ার সোনাতলায় গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মকর্তা আরিফ হোসেনকে (৩০) ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত আরিফকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বুড়ামেলা সংলগ্ন সেতুর কাছে এ ঘটনা ঘটে।

আরিফ বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার দহিলা মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। সোনাতলা বাসা ভাড়া নিয়ে তিনি অফিস করতেন।

গ্রামীণ ব্যাংক সোনাতলা উপজেলার হাটকরমজা শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম জানান, সকালে হাটকরমজা শাখার জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক আরিফ হোসেন মাঠ থেকে ঋণের কিস্তি উত্তোলন করেন।

এরপর বেলা ২টার দিকে চরপাড়া থেকে মোটরসাইকেলে অফিসে আসার সময় ওই স্থানে পৌঁছালে ৬/৭ দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় তারা আরিফকে ছুরিকাঘাত করে প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। আহত কর্মকর্তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এআরএ/আরআইপি