ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৬০০ বোতল ফেনসিডিলসহ একজন আটক

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বন্দরে ৬০০ বোতল ফেনসিডিলসহ এক ট্রাক হেলপারকে আটক করেছে পুলিশ।

আটক ট্রাক হেলপার দিনাজপুরের নবাবগঞ্জ থানার আমদই নয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তবে ট্রাকচালক আগেই পালিয়ে যায়।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার জানান, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের কাঠের গুড়া বোঝাই একটি ট্রাক তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় ট্রাকের হেলপারকে আটক করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

লিমন বাসার/এফএ/পিআর