ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইছামতি নদীতে বালু উত্তোলনে ঝুঁকিতে বাঁধ

প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১৭ অক্টোবর ২০১৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীতে বালু উত্তোলনের প্রতিযোগিতায় নেমেছে ব্যবসায়ীরা। ফলে ঝুঁকিতে পড়েছে ইছামতি নদীর বসন্তপুর সংলগ্ন খারহাট থেকে সোলপুর পর্যন্ত বেড়িবাঁধ। বাঁধটি ভেঙে গেলে ১০ গ্রামের ফসলি জমি, মৎস্য ঘের ও বসতবাড়ি তলিয়ে ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

সরেজমিনে দেখা যায়, ইছামতি নদীর সোলপুর ও বসন্তপুর এলাকায় বড় নৌকা বা ট্রলারে স্যালো ইঞ্জিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সকাল থেকে রাতভোর চলে এই বালু উত্তোলন।

satkhira

স্থানীয় আজিজুর রহমান জানান, সোলপুর চরের ইজারা গ্রহিতা জুলফিকার আলীর অধীনে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ী জয়দেব, জগা, মিন্টু, লক্ষণ, রাম, নিমাই, জীবন, কেনা, রেজাউল ও আব্দুল বারীসহ অনেকে।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দিন হাসান জাগো নিউজকে বলেন, অবৈধভাবে যদি কেউ বালু উত্তোলন করে তবে ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে এ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা।

আকরামুল ইসলাম/এফএ/এমএস