কোটচাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরের মামুনশিয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মামুনশিয়া গ্রামের জয়নাল মন্ডলের ছেলে নিরব ও মেয়ে রিয়া এবং একই গ্রামের ননী মন্ডলের ছেলে মুরাদ। তাদের সবার বয়স ৯ ও ১০ বছরের মধ্যে।
জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করে। একসঙ্গে ৩ শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন বলেন, ঘটনা শুনেছি। সেখানে যাচ্ছি।
আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা