ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে ১৭ জেলের কারাদণ্ড

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৭ অক্টোবর ২০১৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুরে ১৭ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় মাছসহ বেশ কিছু জালও জব্দ করা হয়।

সোমবার দুপুরে দুই উপজেলার নিবার্হী কর্মকর্তারা পৃথক আদালতের মাধ্যমে এ রায় দেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামাল মোহাম্মদ রাশেদ জানান, রোববার রাতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ ধরার সময় ৯ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক মণ ইলিশসহ এক লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, পাবনার শাজাহান হোসেন (২৫), ঈমান শেখ (২৪), নাছির শেখ (২৫), আলিম প্রামানিক (৩৫), সালাম শেখ (৩০), আব্দুল খালেক (২৮), রাজবাড়ীর আলম ফকির (৩৫), খলিল প্রামানিক (৪০) এবং মানিকগঞ্জ সদর উপজেলার শওকত খান (২২)।

আটক জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

অন্যদিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা ফেরদৌস জানান, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ ধরার দায়ে সাত জেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হরিরামপুর উপজেলার মজিবর রহমান (২৮), লিটন মিয়া (২২), আমির ব্যপারী (৪০), পান্নু শেখ (৩২), সেলিম মিয়া (২৩), শাহাবুদ্দিন খান (২২) এবং শেখ মান্নান (২৮)।

বি.এম খোরশেদ/এআরএ/পিআর