মেহেরপুরে কারাগারে হাজতির মৃত্যু নিয়ে ধূম্রজাল
মেহেরপুর জেলা কারাগারে জামিরুল ইসলাম (৩৬) নামে এক হাজতির মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষের দাবি তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক বলেছেন, নিহতের শরীরে ফাঁস দিয়ে আত্মহত্যার কোনো লক্ষণ নেই। আর নিহতের স্ত্রী প্রশ্ন তুলেছেন, জেলখানায় এত নিরাপত্তার মধ্যে কিভাবে একজন হাজতি আত্মহত্যা করতে পারে?
নিহত জামিরুল ইসলাম গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের ছোলেমান মিয়ার ছেলে। গত ২ অক্টোবর জেলা গোয়েন্দা পুলিশের এক অভিযানে ইয়াবাসহ আটক হয় জামিরুল।
মেহেরপুর জেল সুপারের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন জানান, সোমবার দুপুরে গলায় গামছা দিয়ে কারাগারের রেলিং এর সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন জামিরুল। এসময় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার আবু এহসান জানান, আমাদের কাছে জামিরুল নামের এক কয়েদিকে জেল কর্তৃপক্ষ নিয়ে এসেছিল। জেল কর্তৃপক্ষ বলছে সে হ্যাংগিং ছিল। আমরা ময়নাতদন্ত ছাড়া বলতে পারবোনা কিভাবে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্ত করা হবে।
এফএ/পিআর