শরীয়তপুরে ১১ জেলের কারাদণ্ড
ফাইল ছবি
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে শরীয়তপুরে ১১ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইঞ্জিনচালিত কাঠের বোট, ইলিশসহ বেশ কিছু জালও জব্দ করা হয়েছে।
সোমবার রাতে ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-নড়িয়া উপজেলার নওপাড়ার ইউনুস খার ছেলে রাসেল খা, বেদ্দাল সরকারের ছেলে আসাদ সরকার, করিম বেপারীর ছেলে নুর মোহাম্মদ বেপারী, জলিল বাইনের ছেলে শাহ্ আলম বাইন, মিলন বেপারীর ছেলে নুর মোহাম্মদ বেপারী।
এছাড়া দুদু মিয়া বেপারীর ছেলে রুবেল বেপারী, আইয়ুব বেপারীর ছেলে আব্বাস বেপারী, মোতালেব লস্করের ছেলে সিদ্দিক লস্কর, সাবের মালতের ছেলে ফেরদৌস মালত, দুলু বেপারীর ছেলে নওশেদ বেপারী এবং গিয়াস উদ্দিন বেপারীর ছেলে সেলিম বেপারী।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলহাজ্ব সোহেল আহম্মেদ জানান, সোমবার বিকেলে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ ধরার সময় ১১ জেলেকে আটক করে পুলিশ।
তাদের কাছ থেকে ৩টি ইঞ্জিনচালিত কাঠের বোট, ১৬০ কেজি ইলিশসহ ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। আটক জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ছগির হোসেন/এসএস/পিআর