ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহে তেভাগা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ ও ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচি পালন করে।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ নেতা ফজলুর রহমান খুররম, শ্রমিক লীগ নেতা একরামুল হক লিকু, ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক গৌতম বসু, সদস্য সচিব সুমন শিকদারসহ অনেকে। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
বক্তারা ইলা মিত্রের পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাড়ি অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে সকালে ৫টি দাবি সম্বলিত একটি স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে দেয়া হয়।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা