কালীগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
ঝিনাইদহের কালীগঞ্জের কেয়াবাগান এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহী গড়াই পরিবহনের একটি বাস ঝিনাইদহের কালীগঞ্জের কেয়ারবাগান এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়। এসময় আহত হয় উভয় গাড়ির অন্তত ২০ যাত্রী।
পরে ঝিনাইদহ ও কালীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা