ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে ভেলাবাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

"মুক্ত মনে মুক্তির মেলা, স্বচ্ছ জলে অানন্দ ভেলা বেদখল যত মুক্ত কর শহরটাকে নিজেরাই গড়ো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লেক সংরক্ষণ ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষে রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোহীতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাংলাদেশে ক্ষেতমজুর সমিতি রাজবাড়ী শাখার অায়োজনে শহরের রেল স্টেশন সংলগ্ন ফুলতলা লেকে এই ভেলাবাইচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অাবুল কালাম অাজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ অাসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত অালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা অাসনের জাতীয় সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ খালেক প্রমুখ।

rajbari

প্রতিযোগীতায় জেলা শহরের বিভিন্ন স্থানের ১৭টি ভেলা অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগীতা শুরুর পূর্বে লেক সৌন্দর্য্য বর্ধন ও রক্ষার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাই অনুরোধ জানান অায়োজক কমিটি।

রুবেলুর রহমান/এআরএ/এমএস