ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় মুক্তিযোদ্ধাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ১১:০০ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তার হোসেন মৃধা (৬৫) ও তার ছেলে মোরশেদ মৃধাকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের কবিরপুর মেডিকোর সামনে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মুক্তার মৃধার ছেলে মাহমুদুল হাসান সুমন মৃধা জানান, সন্ধ্যায় তার বাবা ও ভাই কবিরপুরে মেডিকোর সামনে বসেছিলেন। এমন সময় ১০/১৫ জনের একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত উপর হামলা চালায়।

এ সময় স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

Miscreants hacked freedom fighter in Jhenaidah



আহমেদ নাসিম আনসারী/বিএ